বিলাসী গল্প থেকে ২০ টি সংক্ষিপ্ত প্রশ্ন (উত্তরসহ):-
১। বিলাসী গল্পের লেখকের নাম কি?
উঃ- ‘বিলাসী’ গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
২। শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি?
উঃ- শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম ‘মন্দির’।
৩। ‘বিলাসী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ- ‘বিলাসী ‘ গল্পটি ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
৪। বর্তমানে কোন শ্রেনিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হত?
উঃ- বর্তামানে সপ্তম শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হত।
৫। ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুন্জয়ের খবর নেয় নি?
উঃ- ন্যাড়া প্রায় দুই মাস মৃত্যুন্জয়ের খবর নেয় নি।
৬। দেশের কতজন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ?
উঃ- দেশের নব্বই জন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ।
৭। কত মিনিট পরে মৃত্যুন্জয় একবার বমি করে দিল?
উঃ- প্রায় পনেঁরো-কুড়ি মিনিট পরে মৃত্যুন্জয় একবার বমি করে দিল।
৮। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?
উঃ- ‘বিলাসী’ গল্পটি ন্যাড়ার জবানিতে বর্নিত হয়েছে।
৯। ‘বিলাসী’ গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেটে স্কুলে যেত?
উঃ- ‘বিলাসী’ গল্পের ন্যাড়া দুই ক্রোশ পথ হেটে স্কুলে যেত।
১০। বিলাসী কিভাবে আত্মহত্যা করেছিল?
উঃ- বিলাসী বিষপানে আত্মহত্যা করেছিল
১১। মৃত্যুন্জয়ের বাগানটা কত বিঘার ছিল?
উঃ- মৃত্যুন্জয়ের বাগানটা কুড়ি-পঁচিশ বিঘার ছিল।
১২। কাকে অন্নপাপে দায়ী করা হয়েছিল?
উঃ- মৃত্যুন্জয়কে অন্নপাপে দায়ী করা হয়েছিল।
১৩। ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?
উঃ- ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ পুরাতত্ত্ববিদ।
১৪। ‘বিলাসী’ গল্পে মৃত্যুন্জয় কোন ক্লাসে পড়ত?
উঃ- ‘বিলাসী’ গল্পে মৃত্যুন্জয় থার্ড ক্লাসে পড়তেন।
১৫। মৃত্যুন্জয়ের কিসের বাগান ছিল?
উঃ- মৃত্যুন্জয়ের আম-কাঠালের বাগান ছিল।
১৬। মৃত্যুন্জয় কোন বংশের ছেলে?
উঃ- মৃত্যুন্জয় মিত্তির বংশের ছেলে।
১৭। মৃত্যুন্জয় কার বাড়ীর সাপ ধরেতে গিয়েছিল?
উঃ- মৃত্যুন্জয় গোয়ালার বাড়ীর সাপ ধরতে গিয়েছিল।
১৮। সাপের দেবীর নাম কী?
উঃ- সাপোর দেবীর নাম মনসা?
১৯। ফুলদানিতে জল দিয়ে বিজিয়ে রাখা বাসিফুলের মতো কে?
উঃ- বিলাসী
২০৷ শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল?
উঃ- ২৪ বছর বয়সে