অপরিচিতা-রবীন্দ্রনাথ ঠাকুর | লেখক পরিচিতি
*নাম: রবীন্দ্রনাথ ঠাকুর
*জন্ম: ৭মে ১৮৬১ (২৫ শে বৈশাখ ১২৬৮)
*জন্মস্থান: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, পিরালি ব্রাক্ষ্মণ বংশে।
*পিতার নাম: দেবেন্দ্রনাথ ঠাকুর।
*মাতার নাম: সারদা দেবী
*দাদার নাথ: দ্বারকনাথ ঠাকুর।
*ছদ্মনাম: ভানুসিংহ
*গীতাঞ্জলি প্রকাশিত হয়: ১৯১০ সালে, ইংরেজী অনুবাদ করেন রবীন্দ্রনাথ নিজেই। উইলিয়াম বাটলার ইয়েটস এটার
*ভূমিকা লিখে দেন। নাম রাখেন Song Offering, এর জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পায়।
*সম্পাদিত পত্রিকা: সাধনা (১৮৯১)
*প্রথম প্রকাশিত কবিতা: হিন্দু মেলার উপহার (১৮৭৪, অমিত্রাবাজার পত্রিকায়)
*প্রথম প্রকাশিত কাব্য: বনফুল (১৮৭৬)
*প্রথম প্রকাশিত উপন্যাস: বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩)
*প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিনী (১৮৭৪, ১৬ বছর বয়সে)
*প্রথম প্রকাশিত নাটক: বাল্মিকি প্রতিভা (১৮৮১)
*প্রথম প্রকাশিত প্রবন্ধ: বিবিধপ্রমত্তা (১৮৮৩)
*শ্রেষ্ঠ কাব্য সংকলন: সঞ্চয়িতা (১৯৩১)
*বাংলা ছোটগল্পের জনক: রবীন্দ্রনাথ
*গানের সংকলন: গীতবিতান।
*জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের বর্বরতার প্রতিবাদে ১৯১৯ সালে নাইট উপাধি ত্যাগ করেন।
*রবীন্দ্রনাথ নামকরণ করে যেতে পারেননি শেষ লেখা গ্রন্থটির।
*রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী পালন হয় ২০১১ সালে।
*রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাইদহে বসবাস কাল।
*শান্তিনিকেতন অবস্থিত বীরভূমের বোলপুরে।
- রবীন্দ্রনাথ নজরুল কে উৎসর্গ করেন-বসন্ত নাটক।
*নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা।
*রবীন্দ্রনাথ নেতাজী সুভাষ কে উৎসর্গ করেন-তাসের দেশ।
*রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উপহার দেন-কালের যাত্রা।
**রবীন্দ্রনাথ প্রথম কবিতা লেখেন ৮ বছর বয়সে
- অঙ্কিত চিত্রকলার সংখ্যা ২ হাজারের বেশি।
**রবীন্দ্রনাথ ডিলিট ডিগ্রি লাভ করেন:
কলকাতা বিশ্ববিদ্যালয়-১৯১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়-১৯৩৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-১৯৪০
***রবীন্দ্রনাথে লেখা উপন্যাস—
১। চোখের বালি।
২। গোরা।
৩। ঘরে বাইরে।
৪। শেষের কবিতা।
৫। মালঞ্চ।
***রবীন্দ্রনাথের রচনা করা নাটক—
১। রাজা।
২। ডাকঘর।
৩। রক্তকরবী।
৪। তাসের দেশ।
৫। চিরকুমার সভা।
মৃত্যু: ৭ আগষ্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮)
*** অপরিচিতা রচনার উৎস:
- প্রথম প্রকাশিত হয়-সবুজপত্র পত্রিকায় (১৯১৪, ১৩২১ বঙ্গাব্দ কার্তিক সংখ্যায়)
- প্রথম গ্রন্থভুক্ত হয়-গল্পসপ্তক, পরে গল্পগুচ্ছ তৃতীয় খন্ডে।
*গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা।
*দৃষ্টিভঙ্গি: যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ।